পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রবিবার খুলছে। ১৯ দিনের ছুটি শেষে ওই দিন শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম। তবে ১লা অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ৮ অক্টোবর পর্যন্ত মূল ছুটি হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় রবিবার শুরু হচ্ছে ক্যাম্পাসের সকল কার্যক্রম।