মারিয়া শারাপোভা, মুহাম্মদ আলী এবং ম্যাগনাস কার্লসেন পোর্শের বিজ্ঞাপনে ধরা দিলেন একসঙ্গে। পোর্শের নতুন ৯১১ মডেলের গাড়ির বিজ্ঞাপনে দেখা যাবে এই কিংবদন্তিদেরকে।
মারিয়া শারাপোভা, আলি, কার্লসেনরা লড়াই করবেন নিজেদের বিরুদ্ধেই৷ পোর্শে দেখাতে চাইছে একমাত্র সেরারাই সেরাদের বিরুদ্ধে লড়তে পারে৷ তাদের ৯১১ মডেলের গাড়ির বিকল্প ৯১১ মডেলের গাড়িই৷
সূত্র : ডেইলি মেইল