ভারতের কেরালায় অনুষ্ঠানরত সাফ চ্যাম্পিয়নশিপের ১১তম আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় মামুনুলদের।
মামুনুলদের এমন পারফরম্যান্সে যারপরনাই ক্ষুব্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। ফুটবলারদের এমন পারফরম্যান্সের কারণে বাফুফে সভাপতি ঘোষণা দিয়েছেন, সাফে ব্যর্থতার তদন্ত করা হবে। এ জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে যতটা দ্রুত সম্ভব রিপোর্ট দিতে বলা হয়েছে।
শুধু তাই নয়, জাতীয় দল ব্যাবস্থাপনায় যারা কাজ করছেন, সেই কমিটির ভেতরেও আমূল পরিবর্তণ আনা হবে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে কমিটির সবাইকে সরিয়ে দেয়ার ঘোষণা দেন কাজী সালাউদ্দিন। বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা শেষে এ ঘোষণা দেন তিনি।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, কার্যনির্বাহী কমিটির সভায় আজমল আহমেদ তপনকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিতে থাকা বাকি দুজন শেখ মোহাম্মদ আসলাম ও ইলিয়াছ হোসেন।
বাফুফের সভা শেষে সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘বাংলাদেশ দলের এমন ব্যর্থতা কোন ভাবেই মেনে নেয়া যায় না। নিজেদের যোগ্যতা অনুযায়ীও খেলতে পারেনি ফুটবলাররা। কেন এই ব্যর্থতা তা খতিয়ে দেখতেই শেখ মোহাম্মদ আসলাম, ইলিয়াস হোসেন ও আজমল আহমেদ তপনকে নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তাদের রিপোর্ট পাওয়ার পরই ব্যবস্থা নেবে বাফুফে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাম মুর্শেদী বলেন, ‘কঠোর পদক্ষেপ নেয়ার ইচ্ছা থাকলেও এ মুহুর্তে তা করা যাচ্ছে না। কারন জানুয়ারিতেই ঢাকায় বসতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসর। এই টুর্ণামেন্টে বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল নামে দুটি দল খেলবে।’
এছাড়াও জাতীয় দলকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান সাবেক এই তারকা ফুটবলার।