বছর খানেক বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাননি বলে ভরা মঞ্চেই কেঁদেছিলেন রণবীর সিং। তখন তার কাঁধে হাত রেখে অনুষ্ঠানের সঞ্চালক শাহরুখ খান তাকে সান্ত্বনা দিয়েছিলেন।
শাহরুখ তখন বলেছিলেন, ‘তুমি কাঁদছ কেন? কাঁদার প্রয়োজন তো আমাদের পড়বে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমার মতো শক্তিশালী অভিনেতা এসে গিয়েছে যে!’
এক বছর পর শাহরুখের সেই কথাটাই কি সত্যি হতে চলল। এক সঙ্গে একই ফিল্মে অভিনয় করার সুযোগ এখনও আসেনি শাহরুখ-রণবীরের। তবে দিলওয়ালে এবং বাজিরাও মাস্তানি একদিনে মুক্তি পাওয়ায় বক্স অফিসে আপাতত ‘যুদ্ধ’ চলছে দু’জনের।
আর তাতেই মনে হচ্ছে বছর খানেক আগে শাহরুখের মন্তব্যই সত্যি হতে চলেছে। বাজিরাওয়ের দাপটে দিলওয়ালের প্রায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা। আপাতত বক্স অফিস তো তেমন কথাই বলছে। বলা যেতেই পারে হিরো চিনতে ভুল করেননি বলিউড বাদশা শাহরুখ।