রাজধানীর কমলাপুর বাসস্ট্যান্ডের সামনের সড়কে বাস চাপায় নারী সহকর্মী নিহতের প্রতিবাদে ওই সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে সড়কে অবস্থান নেয় শ্রমিকরা। এক পর্যায়ে তারা সড়ক অবরোধে নামে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর আবার সড়ক অবরোধ করে তারা। সকাল সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে।
এতে কমলাপুর, মতিঝিল, আরামবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মতিঝিল জোনের পুলিশের সহকারী কমিশনার শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে তারা সড়কে অবস্থান নিয়েছে। আমরা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছি। উল্লেখ্য, ৭ ডিসেম্বর সোমবার রাত সোয়া ৮টায় বলাকা পরিবহনের একটি বাসের চাপায় ১ নারী পোশাক শ্রমিক নিহত ও ২ জন আহত হন।