বৈশ্বিক কার্বন নিঃসরণের মাত্রা এই বছর কিছুটা কমতে পারে বলে জলবায়ু সম্মেলনে বিজ্ঞানীরা জানিয়েছে। বৈশ্বিক কার্বন নিঃসরণের মাত্রা পরিমাপ করার একটি গবেষনায় নতুন এই জরিপ উঠে এসেছে।
বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির এরকম সময়ে কার্বন নিঃসরণের মাত্রা কমানোর ঘটনাকে বিরল বলে দাবি করেছেন গবেষকেরা।
চীনের কয়লার ব্যবহার কমে যাওয়াতে এবং নবায়নযোগ্য সম্পদ আহরণের মাত্রা বেড়ে যাওয়াই কার্বন নিঃসরণের মাত্রা কমার মূল কারণ বলে জানিয়েছেন গবেষকেরা।
কিন্তু এই হ্রাস সাময়িক এবং পরবর্তী বছরেই এই মাত্রা আবার বেড়ে যেতে পারে বলে গবেষকরা দাবি করেছেন।
প্যারিসে অনুষ্ঠিত হওয়া জলবায়ুর এই সম্মেলনে জীবাশ্ম জ্বালানি এবং শিল্প কারখানা থেকে নির্গত কার্বন নিঃসরণের মাত্রা ২০১৫ সালে ০.৬ শতাংশ কমে যেতে পারে বলে জানানো হয়েছে। বিশ্বব্যাপী কার্বন নিঃসরণের একটি সমীক্ষা প্রকাশ করে এই বিবৃতি দেওয়া হয়।
গত বছর এই নিঃসরণের মাত্রা সমান পরিমাণে বৃদ্ধি পেয়েছিল বলে জানানো হয়।
ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংগলার অধ্যাপক করিনি লে কুইরে বলেন যে ‘আমরা এ বছর কার্বন নির্গমনের মাত্রাটি একটি স্থির পর্যায়ে থাকতে পারে বলে আশা করছি। এমনকি এই মাত্রা কমেও যেতে পারে।’ করিনি লে কুইবে এই গবেষনাকে নেতৃত্ব দান করেন।
বিশ্বব্যাপী কার্বন নির্গমনের মাত্রা গত ২০০০ সাল থেকে বার্ষিক ২-৩ শতাংশ হারে বাড়ছে। কেবলমাত্র এই বছরই এই মাত্রাটি এখনও পর্যন্ত স্থির রয়েছে বলে সম্মেলনে বিজ্ঞানীরা জানান। এই মাত্রা এই বছরের শেষে কিছুটা কমেও যেতে পারে বলে আশা ব্যক্ত করেছেন বিজ্ঞানীরা।
সূত্র: বিবিসি