Templates by BIGtheme NET
Home / খেলাধুলা / ‘কঠিন তদন্ত করা হবে’

‘কঠিন তদন্ত করা হবে’

বিতর্ক ও পাল্টা-বিতর্কে সরগরম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। সোমবার চিটাগং ভাইকিংস ও সিলেট সুপার স্টার্সের ম্যাচে সিলেটের দুই বিদেশি ক্রিকেটারের এনওসি জটিলতার কারণে প্রায় সোয়া একঘণ্টা পরে মাঠে গড়ায় ম্যাচ। এরপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ করেছিলেন তার পরিবারকে গালাগাল করা হয়েছে। পরে অবশ্য সিলেট সুপার স্টার্সের পক্ষ থেকে দাবি করা হয় তামিমই বাজে আচরণ করেছেন।

এই বিষয়টি দ্রুত তদন্ত করবে বলে মঙ্গলবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল সাংবাদিকদের জানিয়েছেন। তবে প্রতিদিন দুটি করে ম্যাচ থাকায় বিষয়টি তদন্তে কিছুটা সময় লাগছে বলেও জানান তিনি।

সংবাদমাধ্যমকে শেখ সোহেল বলেন, ‘দু-একদিনের মধ্যে সঠিক, নিরপেক্ষ তদন্ত করে ফেলবো আমরা। বিপিএলের কোনো ক্ষেত্রেই অন্যায়কে ছাড় দেবো না। কঠিন তদন্ত করা হবে। যারা সেখানে উপস্থিত ছিলেন একে একে তাদের ভাষ্য নেব।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিনই খেলা চলছে। যারা যারা মাঠে ছিলেন প্লেয়ারসহ সবার সাথে কথা বলবো। যেহেতু খেলা চলছে তাদেরও একটু অবসর সময়ের ব্যাপার আছে। তাই সবকিছু জানাতে ৩-৪ দিন তো লাগবেই।’

এ ঘটনায় দোষী ব্যক্তির শাস্তি কোন পর্যায়ের হতে পারে-এমন প্রশ্নের জবাবে শেখ সোহেল বলেন, ‘একটু অতীতে গেলে দেখবেন আমরা এমন অন্যায়ে কাউকে ছাড় দেইনি। তদন্ত রিপোর্টের উপর নির্ভর করছে শাস্তির ব্যাপারটি।  মাঠে দুটি দলই নিয়ম ভেঙেছে। এটা অত্যন্ত দুঃখজনক। বিপিএল চলকালীনই এর বিচার হবে।’

About admin

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful