Templates by BIGtheme NET
Home / খেলাধুলা / এবির শততম টেস্টেও আমলাদের ওপর স্পিন-হামলা!

এবির শততম টেস্টেও আমলাদের ওপর স্পিন-হামলা!

মোহালিতে ভারতীয় স্পিন আক্রমণের সামনে নাস্তানাবুদ হয়ে প্রথম টেস্ট তিনদিনেই হেরেছিল দক্ষিণ আফ্রিকা। এবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়েও সেই স্পিন-পরীক্ষার সামনে প্রোটিয়ারা। বাঙ্গালোরে আজ শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টেও অতিথিদের জন্য স্পিনের ফাঁদ পেতেছে ভারত। এর মধ্যে আবার ইনজুরির আঘাতে দর্শক হয়ে গেছেন প্রোটিয়া পেস আক্রমণের দুই বড় ভরসা ডেল সেইন ও ভারনন ফিল্যান্ডার। এত দুঃসংবাদের ভিড়ে দক্ষিণ আফ্রিকার প্রেরণা একটাই, এবি ডি ভিলিয়ার্সের শততম টেস্ট এটি। বিশেষ উপলক্ষটি নিশ্চয় জয়ের আল্পনায় রাঙাতে চাইবেন সময়ের সেরা ব্যাটসম্যান।

 দক্ষিণ আফ্রিকার সপ্তম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলতে নামছেন ডি ভিলিয়ার্স। তবে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ সিরিজে সমতা ফেরানো, ‘নিজের শততম টেস্ট বলে আমি কোনো বাড়তি চাপ অনুভব করছি না। আমি চাপ অনুভব করছি এই ভেবে যে, আমরা ১-০তে পিছিয়ে আছি। আমরা সিরিজে ফিরতে চাই এবং সেটা এ ম্যাচেই। দেশের হয়ে ১০০ টেস্ট খেলা অনেক বড় সম্মান। কারণ কখনও কল্পনাও করিনি যে, একদিন নিজেকে এ অবস্থানে দেখব। আর সব ম্যাচের মতোই দলকে জেতানোর অভিন্ন লক্ষ্য থাকবে আমার। অতীত নিয়ে পড়ে থাকা আমার পছন্দ নয়। ক্যারিয়ার শেষে স্মৃতি রোমন্থনের অনেক সময় পাওয়া যাবে।’

এক অর্থে ঘরের মাঠেই শততম টেস্ট খেলতে নামছেন ডি ভিলিয়ার্স! আইপিএলে তার দল রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের হোমভেন্যু এটি। চিন্নাস্বামী স্টেডিয়াম তাই হাতের তালুর মতোই চেনা তার। তবে টানা বৃষ্টির কারণে পিচ কভারে ঢাকা থাকায় উইকেটের চরিত্র বদলের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। যদিও মোহালির মতো ঘূর্ণি পিচ ধরে নিয়েই মাত্র এক পেসার নিয়ে একাদশ সাজানোর ইঙ্গিত দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। হোম কন্ডিশনের ফায়দা পুরোপুরি নিতে চায় স্বাগতিকরা। ওদিকে ডি ভিলিয়ার্সকে ঘিরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা, ‘দল হিসেবে আমরা সবাই এবির শততম টেস্টের উপলক্ষটি উপভোগ করছি। আমরা সেটা উদযাপন করতে চাই। আশা করি, দুর্দান্ত এক ম্যাচ খেলে এবি আমাদের জেতাবে।’ এএফপি/ ক্রিকইনফো।

About admin

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful