ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যাক্তিগত এক পার্টির জন্য ১০ কোটি ৯৭ লাখ টাকা খরচ করেছেন বলে এক প্রতিবেদনে খবর এসেছে।
সাম্প্রতিক সময়ে, ছুটি পেলেই তার মরোক্কোতে যাওয়াকে কেন্দ্র করে বেশ সমালোচনা হচ্ছে। এখানে কথা শেষ নয়। তার সঙ্গে হ্যারির বন্ধুত্ব নিয়েও নিন্দুকদের বাঁকা কথার শেষ নেই।
সব জল্পনা-কল্পনাকে এবার আরো এক ধাপ বাড়িয়েছে পর্তুগালের একটি ম্যাগাজিনের খবর। সেই সাময়িকীর দাবি হ্যারির সঙ্গে ব্যক্তিগত পার্টিতে নাকি এত টাকা খরচ করেছেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ সুপারস্টার।
তবে প্রশ্ন থেকে যায় – কি কারণে এতো টাকা খরচ হলো আর কেন খরচ হলো? তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।
তবে ওই পত্রিকায় সি আর সেভেনের এই বিলাসবহুল পার্টির খবর প্রকাশিত হওয়ার পর থেকে, কৌতূহল যেন চরম সীমায় পৌঁছেছে। অনেকের আগ্রহ কে কে ছিল সেই পার্টিতে। রোনালদোর সঙ্গে কি নতুন কেউ ছিলেন?
আর এসব বিষয় নিয়ে রোনালদো আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।