মাশরাফি বিন মুর্তজাকে অল্প কথায় বিশ্লেষণ করা ভার। তবে এটুকু বলা চলে, বাংলাদেশ দলের সাফল্যের রুপক তিনি। শক্তিশালী দল আর নিজের নেতৃত্বগুণে বারবার ছিনিয়ে এনেছেন অধরা সাফল্য। পেয়েছেন, দিয়েছেন; তবে সব পাওয়াগুলো এক নয়। মাশরাফির স্মরণীয় মুহুর্তটাও তাই একটু অন্যরকম।
চলতি বছরের বাংলাদেশ দলের অনেক অর্জনই রয়েছে। যার কোনটিকেই ছোট করে দেখার উপায় নেই। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা, পাকিস্তানকে প্রথম ওয়ানডেতে হোয়াইটওয়াশ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়।
তবে সব অর্জনকে ছাপিয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়াকেই এই বছরের সবচেয়ে সোনালী মুহূর্ত হিসেবে বিবেচিত করেছেন মাশরাফি। দেশের একটি শীর্ষ দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বছরে মাশরাফির কাছে সবচেয়ে সোনালী মুহুর্তের কথা আলোচনা করতে গিয়ে উঠে আসে ইংল্যান্ড বধের কথা।
বললেন, ‘প্রতিটা সাফল্যই সোনালি মুহূর্ত। এমনকি আমি বলি, প্রতিটা ভালো পারফরম্যান্সই একই রকম সুন্দর। তবে পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় নিলে অবশ্যই ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে জয়টাকে অনেক গুরুত্বপূর্ণ বলব। ওই ম্যাচে আমাদের জিততেই হতো। ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার কন্ডিশনে এ রকম ডু-অর-ডাই ম্যাচে অমন পারফরম্যান্স করাটা সহজ ব্যাপার ছিল না।’
বিশ্বকাপে ইংল্যান্ডের একটি উইকেট নেওয়ার পর মাশরাফিদের উল্লাস। ছবিঃ সংগৃহীত
এছাড়াও এই বছরের ক্রিকেটীয় অর্জন কি জানতে চাইলে মাশরাফি বললেন, ‘আত্মবিশ্বাস। যেমন আমরা এই বছরে প্রায় সবগুলো ম্যাচে তিন পেসার খেলানোর মতো বিশ্বাস পেয়েছি। গত বছরই ব্যাপারটা শুরু হয়েছিল। বিশ্বকাপে প্রয়োজনও ছিল। কিন্তু দেশের মাটিতে তিনটি সিরিজেই তিন জন পেসার খেলানো বা ইন্ডিয়ার বিপক্ষে চার পেসার খেলানোটা তাত্পর্যপূর্ণ ছিল। আমাদের দেশের মাটিতে এমন সিদ্ধান্ত কেবল আত্মবিশ্বাস থেকেই আসতে পারে।’