Templates by BIGtheme NET
Home / অন্যান্য / আসছে সরকারপন্থী নতুন ইসলামী জোট

আসছে সরকারপন্থী নতুন ইসলামী জোট

সরকার সমর্থক ও বিএনপি জোটের বাইরে থাকা ইসলামী দলসমূহ নিয়ে নতুন জোট গঠনের প্রক্রিয়া চলছে। কর্মপন্থা, ভবিষ্যত স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় চূড়ান্ত হলে ঈদের পরই এই জোটের কর্মকাণ্ড স্পষ্ট হবে।

সূত্রমতে, নতুন জোটের বিষয়ে ইসলামী দলসমূহের নেতারা নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠকও করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে একাধিক জোটের আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে। আর এসব প্রক্রিয়ার সবকিছুতেই নেপথ্যে সরকারের সমর্থন রয়েছে।

জোট সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মওদুদীবিরোধী আলেম-ওলামা ও কওমী মাদ্রাসার প্রবীণ শিক্ষকদের সঙ্গে এ নিয়ে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। আলেমরা সবাই এ ব্যাপারে তাদের সবুজ সঙ্কেত দিয়েছেন।

এ ব্যাপারে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল এমপি বলেন, ‘জামায়াতের নৈরাজ্য, সহিংসতা ও ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনতা এখন ঐক্যবদ্ধ। তাদের ইসলামের নামে অনৈসলামিক কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরতে চাই।’

তিনি বলেন, ‘আমরা সকল ইসলামী দলসমূহকে এক কাতারে আনতে চাই। অনেক ইসলামী দলের নেতাদের সঙ্গেই আমাদের কথা হয়েছে। আশা করি, ঈদের পর আমাদের এই জোটের কমকাণ্ড দৃশ্যমান হবে।’

কারা এই জোটে থাকছেন, তা স্পষ্ট করে বলতে নারাজ সরকার সমর্থক বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব আউয়াল।

তিনি আরও বলেন, ‘প্রাথমিক কাজ শেষ হয়েছে। আসছে শীতে দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে। তবে এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না। আপনাদের সবকিছুই জানানো হবে।’

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী ঐক্য আন্দোলন, ইসলামিক ফ্রন্ট ও হেফাজতে ইসলামকে নিয়ে এই আলাদা জোটের পরিকল্পনা রয়েছে সরকারের।

এ বিষয়ে চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন বলেন, ‘আসলে আমরা একলা চল নীতি নিয়েই চলতে চাচ্ছি। পরিবর্তিত পরিস্থিতিতে কী হয় সেটা এখনই বলা যাচ্ছে না। কিছু হলে আপনারা জানবেন।’

জোটের বিষয়ে ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল ড. মওলানা মুহাম্মাদ এনামুল হক আজাদ বলেন, ‘কাউকে ক্ষমতায় রাখা বা কাউকে ক্ষমতায় নিতে আমরা কোনো জোট করব না। প্রকৃত অর্থেই ইসলামের খেদমতের জন্য কেউ যদি আন্দোলন শুরু করেন, তাহলে তাদের সঙ্গে আমরা থাকব।’

 

About admin

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful