মীরাক্কেলের সাবেক প্রতিযোগীদের নিয়ে দেশে তৈরি হচ্ছে কৌতুকের দুই কিংবদন্তি চরিত্র গোপাল ভাঁড় এবং চার্লি চ্যাপলিনকে উপজীব্য করে ধারাহিক নাটক। ‘গোপাল ভাঁড় বনাম চার্লি চ্যাপলিন’ নামের এ ধারাবাহিকটি নির্মাণ করবেন পরিচালক শিমুল খান। চ্যাপলিন চরিত্রের জন্য এরই মধ্যে মীরাক্কেল খ্যাত কলকাতার ভিকি নন্দীকে চূড়ান্ত করা হয়েছে বলে জনিয়েছেন পরিচালক। তবে গোপাল ভাঁড় চরিত্রে কাকে নেয়া হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘চার্লি চ্যাপলিনের চরিত্রের জন্য কলকাতার ভিকিকে নির্বাচন করা হলেও গোপাল ভাঁড় চরিত্রের জন্য দেশের এক অভিনেতাকে নেয়ার বিষয়ে কথা চলছে। তবে নিশ্চিত না হওয়া পর্যন্ত গোপাল ভাঁড় চরিত্রে কে আসছে বলা যাচ্ছে না।’ চলতি মাসেই নাটকের শুটিং শুরু করা হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।