রামাল্লাহ শহরের কাছের একটি চেকপয়েন্টে সংঘর্ষ চলার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক প্যালেস্টাইনি কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এ নিয়ে চলতি মাসে ২৪ প্যালেস্টাইনি নিহত হওয়ার ঘটনা ঘটল।
রোববার পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি জায়গায় প্যালেস্টাইনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়। এদিন রামাল্লাহর কাছে একমাত্র ইহুদি বসতির সামনে প্যালেস্টাইনিরা বিক্ষোভ করছিল। সেসময় বিক্ষোভকারীদের ওপর ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। এক পর্যায়ে পুলিশের গুলিতে প্রাণ হারায় আহমদ শারাকা নামে ১৩ বছর বয়সী এক প্যালেস্টাইনি কিশোর।
রামাল্লাহ হাসপাতালের এক কর্মকর্তা জানান, ‘গলায় গুলিবিদ্ধ অবস্থায় রোববার হাসপাতালে ভর্তি হয় শারাকা। তবে অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।’
তবে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র প্যালেস্টাইনি কিশোরের মৃত্যুর খবরটি নিশ্চিত করতে পারেননি বলে জানিয়েছে আল জাজিরা।
এর আগে রোববার হাদেরাতে এক প্যালেস্টাইনি চার ইসরায়েলিকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ ওঠে।