সালমান বাটের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ২০১০ সালে সালমানরা যে টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়ান, তার আগে টেস্ট থেকে অবসরে চলে গিয়েছিলেন আফ্রিদি।
তার পর অধিনায়ক হন সালমান। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সালমান সামনা সামনি ক্ষমা চাইলেন আফ্রিদির কাছে।
লাহোর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পাকিস্তান দলের ক্যাম্প চলছে। সেখানে অনুশীলন করতে গিয়েছিলেন সালমান। একজন প্রত্যক্ষদর্শী জানান ওখানেই আফ্রিদির কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চান সালমান। “বাট এখানে অনুশীলন করতে এসেছিল।
কয়েকজন খেলোয়াড়ের উপস্থিতিতেই তিনি অশ্রুসজল চোখে আফ্রিদির কাছে ক্ষমা চান।” প্রত্যক্ষদর্শী জানান, “বাট আফ্রিদিকে বলেন ইংল্যান্ডে যা কিছু হয়েছিল তার জন্য দুঃখিত সে। আফ্রিদির পরামর্শ শোনা উচিৎ ছিল তার। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে তার ভূমিকার জন্য বাট আফ্রিদিকে ক্ষমা করে দিতে বলেন। কিছুক্ষণ চুপ করে থেকে আফ্রিদি বাটকে ক্রিকেটে মন দিতে বলেন।”
প্রসঙ্গত, ২০১০ সালে লর্ডস টেস্টের সময় স্পট ফিক্সিংয়ে জড়ান সালমান, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। এরপর তাদের জেলও হয়। আর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ৫ বছরের জন্য সব ধরণের ক্রিকেটে তাদের নিষিদ্ধ করে। গত ১ সেপ্টেম্বর তাদের ৫ বছরের নিষেধাজ্ঞা শেষ হয়। এখন আবার অনুশীলনে ফিরতে পেরেছেন তারা। আমির অবশ্য এই বছরের শুরুতে বিশেষ বিবেচনায় পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পান। সালমান ও আসিফ এখনই খেলার সুযোগ পাচ্ছেন না। তাদের পাকিস্তান ক্রিকেট বোর্ডের বেধে দেয়া নির্দিষ্ট পূনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।