দুদকের করা দুর্নীতির মামলায় হাজিরা দিতে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় গুলশান ২নং সেক্টরের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাসা ‘ফিরোজা’ থেকে তিনি রওনা দেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা দুই মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজার কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
গত ২৭ আগস্ট ও ৩ সেপ্টেম্বর পর পর দু’টি তারিখে আদালতে হাজির হননি খালেদা জিয়া। বৃহস্পতিবার আদালতে হাজিরা দিচ্ছেন তিনি।