জেলায় পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় একটি কাপড়ের গুদামসহ ২৫টি দোকান ভস্মীভুত হয়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় কক্সবাজার শহরের কৃষি অফিস সড়কস্থ গুলজার মার্কেটের ২য় তলায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মুসা জানান, সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে বেলা ১১টার দিকে। বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও প্রতিষ্ঠানে জমা রাখা ২ কোটি টাকার বেশি কাপড় পুড়ে গেছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবদুল মজিদ জানান, গুলজার মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেরে দ্রুত ঘটনাস্থলে যাওয়া হয়। তবে ঘটনাস্থলটি দূরে হওয়ার কারণে সময় একটু বেশি লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। অপরদিকে রবিবার সকালে উখিয়া স্টেশনে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবদুল মজিদ জানান, উখিয়ায় আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে হয়েছে। এতেও ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি। উখিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন ও পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।