ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) মঙ্গলবার নতুন দুটি দল পেয়েছে। নতুন দল পুণে এবং রাজকোটের কথা জানিয়েছে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল। আইপিএলের নবম আসরও এরই মধ্যে ঘনিয়ে এসেছে। আর বুধবার পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার তারিখও নিশ্চিত করা হয়েছে।
২০১৬ সালের আইপিএলের নবম আসর ৯ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২৯ মে পর্যন্ত। আইপিএলের নিলাম ৬ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।
আইপিএল কমিশনার রাজিব শুক্লা জানান, মানুষ ক্রিকেট এবং আইপিএল উপভোগ করতে টাকার কথা ভাবতে চায়না।
মঙ্গলবার দলের বিডিংয়ে পুণের দলটি কিনে নেয় সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা ‘নিউ রাইজিং’। রাজকোটের দলটি কিনেছে মোবাইল সংস্থা ‘ইনটেক্স’। মোবাইল ফোন প্রস্তুতকারক ‘ইনটেক্স’ গ্রুপকে রাজকোটের জন্য ১০ কোটি টাকা দিতে হবে। আর পুণের জন্য ‘নিউ রাইজিং’কে দিতে হবে ১৬ কোটি টাকা।
বিডিংয়ের বেস প্রাইজ ধার্য করা ছিল ৪০ কোটি টাকা। বিডিংয়ে অংশ নেওয়া সংস্থাগুলিকে এর থেকে কম দর হাঁকতে হত।
গত অক্টোবরে বিসিসিআই সিদ্ধান্ত নেয়, সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিটির সুপারিশ মেনে দু’বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস-কে। এর পরেই নতুন দলের জন্য বিডিংয়ের রাস্তায় যায় বোর্ড।
সূত্র: জি নিউজ