Templates by BIGtheme NET
Home / বিদেশ / আইপিইউ’র সম্মেলনে যোগ দিতে সংসদীয় প্রতিনিধিদলের জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ

আইপিইউ’র সম্মেলনে যোগ দিতে সংসদীয় প্রতিনিধিদলের জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ

১৭ থেকে ২১ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ১৩৩তম সম্মেলনে অংশ নিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল জেনেভার উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন। সংবাদমা্ধ্যম বাসস এমন তথ্যই প্রকাশ করেছে।

পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের মূল বিষয়বস্তু ‘দ্য মোরাল এন্ড ইকনমিক ইমপেরেটিভ ফর ফেয়ারার, স্মার্টার এন্ড মোর হিউম্যান মাইগ্রেশন’। বিষয়বস্তুর পাশাপাশি সম্মেলনে বিভিন্ন স্থায়ী কমিটি বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থ ও বাণিজ্যসহ জাতিসংঘ এফেয়ার্স সম্পর্কিত বিষয়সমূহের ওপর আলোচনা ও সুপারিশ করবে।

এ ছাড়া, গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিতে ‘ডেমোক্রেসি ইন দ্য ডিজিটাল এরা এন্ড দ্য থ্রেট টু প্রাইভেসি এন্ড ইন্ডিভিজ্যুয়াল ফ্রিডমস’ সম্পর্কে সংসদ সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করবেন।

সম্মেলনে যোগদানকারী সংসদীয় প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, এ বি এম ফজলে করিম চৌধুরী, মো. নুরুল ইসলাম সুজন, মইন উদ্দীন খান বাদল, ফজলে হোসেন বাদশা, হাজী মো. সেলিম, বেগম শিরিন নাঈম, বেগম রওশন আরা মান্নান, সেলিম উদ্দিন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল।

About admin

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful