অভিনয়ে আপাতত বিরতি দিলেন প্রখ্যাত অভিনেতা আনিস। বয়স এখন তার ৭৪ বছর। এ পর্যন্ত ৪ শতাধিক চলচ্চিত্র এবং অগুণতি রেডিও ও টিভি নাটকে অভিনয় করেছেন। স্ত্রী কুলসুম আরা বেগমকে হারিয়েছেন আনিস এক বছরেরও বেশি সময় আগে। দুই মেয়েরই বিয়ে দিয়েছেন। এখন একাই জীবনযাপন করছেন বরেণ্য এ অভিনেতা। তবে সুস্থ এবং স্বাভাবিক আছেন তিনি। একাকী জীবনে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে আপাতত অভিনয়ে বিরতি দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আনিস বলেন, ‘আমার স্ত্রী মারা যাওয়ার পর আর অভিনয় করিনি। আপাতত অভিনয় করছি না। তবে আর কখনও অভিনয় করব না এমনটাও নয়। হয়তো করতেও পারি।’ উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ ছবিতে প্রথম অভিনয় করেন আনিস। কিন্তু তাতে তার চরিত্র খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। এরপর ১৯৬৪ সালে জিল্লুর রহিমের ‘এইতো জীবন’ ছবিতে অভিনয় দিয়ে শুরু হয় তার ক্যারিয়ার। সর্বশেষ তিনি অভিনয় করেছেন উত্তম আকাশ পরিচালিত ‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে। আনিস অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে- এই তো জীবন, পয়সে, মালা, জরিনা সুন্দরী, জংলী মেয়ে, মধুমালা, ভানুমতি, পদ্মা নদীর মাঝি, সূর্য ওঠার আগে, অধিকার, অঙ্গার, বারুদ, ঘর সংসার, এমিলের গোয়েন্দা বাহিনী, পুরস্কার, লাল কাজল, নির্দোষ, সানাই, উজান ভাটি, তালাক ইত্যাদি।
