ওয়াইডব্লিউসিএ (ইয়াং ওমেন খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন) একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন। কোমলমতি ছেলেমেয়েদের শিক্ষা ও নৈতিকতায় আদর্শ মানুষ হিসেবে গড়ার লক্ষ্যে ১৯৭৬ সালে একটি নার্সারি ও কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠার পর ১৯৯৬ সালে স্কুলটিকে উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ২০০৫ সালে কলেজে উন্নীত করা হয়। সম্প্রতি ওয়াইডব্লিউসিএ আন্তঃক্লাস ক্লাব কার্যক্রমের অংশ হিসেবে বিজ্ঞান ও কুইজ ক্লাবের উদ্যোগে আন্তঃস্কুল ও কলেজ ক্লাব উৎসবের আয়োজন করা হয়। ঢাকা শহরের প্রায় ৪০টি স্কুল ও কলেজ এ উৎসবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। বক্তব্য পর্বে অনন্ত জলিল ও বর্ষা তাদের জীবনের অভিজ্ঞতাগুলো তুলে ধরেন। অনন্ত জলিল বলেন, ‘আমার প্রতি কোমলমতি শিশুদের ভালোবাসা আর সম্মানবোধ সত্যিই আমাকে আনন্দিত করেছে। তাদের উদ্দেশ্যে বলব, স্টুডেন্ট লাইফ হল ফিউচার ক্যারিয়ারের প্রথম স্তর। এই প্রথম স্তরকে যে যতটুকু কাজে লাগাতে পারবে সে ততটুকুই সফলতা পাবে। আর তাদের শিক্ষা যেন শুধু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। তাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে; কারণ তারাই আগামীর বাংলাদেশ।’ অনুষ্ঠানে শিক্ষার্থীরা অনন্ত জলিল ও বর্ষার সামনে তাদের চলচ্চিত্রের জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করেন।
